নিজেদের মদ্যপ স্বামীর অত্যাচারে বিরক্ত হয়ে, বাড়ি ছেড়ে এসে একে অপরকে বিয়ে করেছেন ভারতের উত্তরপ্রদেশের গোরখপুরের দুই নারী, কবিতা এবং গুঞ্জা (ওরফে বাবলু)। বৃহস্পতিবার সন্ধ্যায় তারা স্থানীয় শিব মন্দিরে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তাদের পরিচয় হয়। উভয়ই পারিবারিক সহিংসতার শিকার ছিলেন, যার ফলে প্রথমে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে এবং পরে তা প্রেমে রূপ নেয়। একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে তারা মন্দিরে গিয়ে গুঞ্জা কবিতাকে সিঁদুর পরিয়ে এবং মালা বদল করে সাতপাকে বাঁধা পড়েন।
গুঞ্জা জানান, তাদের স্বামীর অত্যাচারের কারণে তারা নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নেন। তারা একটি বাসা ভাড়া নিয়ে বিবাহিত দম্পতি হিসেবে তাদের জীবন নতুন করে শুরু করবেন। মন্দিরের পুরোহিত উমা শঙ্কর পান্ডে জানান, ওই দুই নারী মালা এবং সিঁদুর কিনে বিয়ে করেন এবং পরে চলে যান।